সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শৌচাগার থেকে মুক্তিযোদ্ধা জলফু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। মুক্তিযোদ্ধা জলফু মিয়া সদর উপজেলার সুরমা ইউনিয়নের গুদিগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয়তলার শৌচাগার থেকে গন্ধ বের হতে থাকলে অন্য একজন মুক্তিযোদ্ধা দরজায় ধাক্কা দিয়ে তা ভিতর থেকে লাগানো বুঝতে পারেন। এতে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজার সিটকিনি ভেঙ্গে মুক্তিযোদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে। পাশে একটি বিষের বোতলও পাওয়া যায়।
খবর পেয়ে জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার বরকতুল্লাহ খান ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Leave a Reply