সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার ৯৭ জন মেধাবী সন্তানকে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহীদ জগৎজোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন হেলাল উদ্দিন শিক্ষা ট্রাস্টের সভাপতি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক অ্যাডভোকেট বজলুল মজিদ খসরু, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে, নারী সংগঠক শীলা রায় প্রমুখ।
Leave a Reply