সুনামগঞ্জ প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বাদি ছাত্রলীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সদর মডেল থানায় গিয়ে অভিযোগটি দায়ের করেন।
নাজমুল হক কিরণ অভিযোগ করেছেন, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনঃরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়-শুধুমাত্র ভূখণ্ড আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ভারতের কলোনি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে। প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমান সরকার অবৈধ সরকার, দিল্লির তাবেদার সরকার। একটি রাষ্ট্রে ৪টি স্তম্ভ থাকে, ১ পার্লামেন্ট, ২ জুডিসিয়ারি, ৩ এক্সিকিউটিভ ও ৪ গণমাধ্যম। এই চারটি স্তম্ভের কবর রচনা করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। বর্তমানে বাংলাদেশ নামের কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই। বাংলাদেশকে আর যাই বলা যাক, রাষ্ট্র বলা যাবে না। জমি থাকতে পারে, জনগণ থাকতে পারে; কিন্তু সার্বভৌমত্ব নেই।’
আরো অভিযোগ করা হয়েছে, ‘মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকী বিরুদ্ধে অপমানজনক উক্তি করেছেন।’
মামলার বাদি নাজমুল হক কিরণ বলেন, আসামি মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেছেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ জানান, তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করতে পুলিশ সদর দফতরের অনুমোদন লাগে। তাই অনুমোদনের জন্য সেখানে বার্তা প্রেরণ করেছি। অনুমোদন পেলে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে।
Leave a Reply