সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ থেকে নিরাপদ থাকতে বাংলদেশ গীতা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ৩ শতাধিক খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেছে।
রবিবার সকারল শহরের পৌর মার্কেট, ,ট্রাফিক পয়েন্ট ও নতুনপাড়া সহ বিভিন্ন এলাকায় এই মাস্ক ও সাবান বিতরণ করেন, গীতা পরিষদ জেলা শাখার সভাপতি সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সহ সভাপতি চন্দন কুমার দাস ও অধীর বণিক, সাধারণ সম্পাদক আলয় সরকার, সহ সাধারণ সম্পাদক অসীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাল ও সহ সাংগঠনিক সম্পাদক রঘুনাথ কর।
Leave a Reply