সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ও নদীতে বিষক্রিয়ায় ৫০ মেট্রিক টন মাছ মারা গেছে।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহেদী হাসান এ তথ্য জানান।
এর আগে দিনভর তার নেতৃত্বে সিলেটের বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন, মৎস্য অধিদফতরের উপ পরিচালক মো রমজান আলী ও সুনামগঞ্জের মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর, করচার হাওর ও শনির হাওর পরিদর্শন করেন।
এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৩ সদস্যের প্রতিনিধি দল এসব হাওরের পানি পরীক্ষা করে।
যুগ্মসচিব জানান, বেশির ভাগ হাওরে পানি এখনো দূষিত। তবে বৃষ্টি বেশি হলে পানি স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে।
তিনি জানান, আক্রান্ত হাওরের মাছ খেলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
Leave a Reply