সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বিতীয় ধাপে জেলা পর্যায়ে বিচার, পুলিশ ও প্রশাসন কর্মকর্তাদের সমন্বয়ে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে ও মামলা স্থানান্তরে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। পরিচালনায় ছিলেন ও জেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প সমন্বয়ক সৈয়দ নজরুল ইসলাম।
Leave a Reply