সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৫৪টি মামলা আপসে নিষ্পত্তি করে বিচারক এই পরিবারগুলোতে শান্তি ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে অপর ১১টি মামলায় অভিযুক্ত স্বামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে একসঙ্গে ৬৫টি মামলার রায়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো জাকির হোসেন যুগান্তকারী এই আদেশ দেন।
রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে ৫৪ দম্পতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় আদালত পাড়ায় এক অভূতপূর্ব দৃশ্য জেগে উঠে।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, যৌতুক ও নানারকম নির্যাতনের শিকার হয়ে জেলার বিভিন্ন উপজেলার ৬৫ জন নারী তাদের স্বামীদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন এসব মামলার বিচার কাজ চলে। তবে শেষপর্যন্ত আদালতের মানবিক রায় ৫৪টি দম্পতিকে পুনর্মিলনের ব্যবস্থা করে দিলো।
উল্লেখ্য, গতবছর ২৫ নভেম্বর একই আদালতের বিচারক মো জাকির হোসেন একদিনে পৃথক ৪৭টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৪৭টি পরিবারকে আপসের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন।
Leave a Reply