সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কোভিড-১৯ ও ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় মানবিক সহায়তা প্রদান করায় ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার জয়নাল আবেদীন রুবেল ও গাজীপুরের আবু ইয়াসিন এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গোপালগঞ্জের শিহাবুর রহমান মানিককে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সংবর্ধনা জ্ঞাপন করেছে।
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর (৪ পৌষ) দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি এ কে মিলন আহমদের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক আমার বার্তার প্রতিনিধি মো আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, জেলা ঐক্য ন্যাপের আহবায়ক ভূপেন্দ্র সমাজপতি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জালাল উদ্দিন জাহান, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি মো আবু হানিফ ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো মোশাহিদ মিয়া।
Leave a Reply