সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সার্কিট হাউসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানীর সভাপতিত্বে ও বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, প্রশিক্ষক আব্দুল্লাহ আল মোহন, অ্যাডভোকেট হোসেন তৌফিক, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আজিজুল ইসলাম চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংকজ কান্তি দে।
Leave a Reply