সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এডাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাবের জেলা সভাপতি নির্মল ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও আরডিএস সুনামগঞ্জ অঞ্চলের পরিচালক মিজানুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সাজ্জাদুর রহমান।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা রোধ একা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়। তাই পিতামাতাকে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।
তারা বলেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। যে সমস্ত এলাকায় নেশাজাতীয় দ্রব্য হেরোইন ও ইয়াবা আসছে ও ব্যবহার হচ্ছে সেই সব এলাকাবাসীকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে মানবসম্পদের উন্নয়ন। যে জাতি যতবেশি শিক্ষিত এবং মাদকবিরোধী সেই জাতি ততবেশি উন্নতি লাভ করে।
Leave a Reply