সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান।
সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গণি। এছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর থানার ওসি-তদন্ত আব্দুল্লা আল মামুন ও ওসি অপারেশন সঞ্জুর মোরশেদ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নে পুলিশ ও জনতা বন্ধু হয়ে মিলেমিশে কাজ করে যাচ্ছে।
Leave a Reply