সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিনের ছেলে। তবে মামলায় অপর আসামি আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া ও আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে ২০ লাখ টাকা মূল্যের ২শ গ্রাম হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। পরে এ ৪ জনকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
রাষ্টপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামি তাহের মিয়া পলাতক রয়েছে।
Leave a Reply