সুনামগঞ্জ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মাদক বিরোধী প্রচার প্রচারণা মাস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদফতর সুনামগঞ্জের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিজিবির আঞ্চলিক অধিনায়ক লে কর্নেল নাসির উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদফতরের উপ পরিচালক জাকির হোসেন ভূঞা ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।
Leave a Reply