সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ্য’ এই স্লোগানে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে মাদক বিরোধী শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মাহবুব আলম, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, জেলা সমাজসেবা উপ পরিচালক খান মোতাহের হোসেন, সুনামগঞ্জ সদর থানার ওসি মো হারুন অর রশীদ চৌধুরী প্রমুখ।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী সহ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মাদককে ‘না’ বলে শপথ নেন।
Leave a Reply