সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সন্তান সাবিরুল ইসলাম। এরপর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈদিক দলে ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকমীরা।
এছাড়া সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র আয়ূব বখত জগলুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।
Leave a Reply