সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে সুনামগঞ্জ জেলা মহিলা লীগ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের ওয়েজখালী পয়েন্ট, পুলিশ লাইন ও কালিপুর পয়েন্টে এই গণসংযোগ করা হয়।
গণসংযোগে অংশ নেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়া, জেলা মহিলা লীগের সহ সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা সহ অন্যান্য নেতা।
নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর বিকল্প নেই।
Leave a Reply