সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আইনজীবী হোসেন তওফিকের সভাপতিত্বে ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, শিক্ষাবিদ ধুুর্জুটি কুমার বসু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
স্মরণসভা শেষে কবি মমিনুল মউজদীন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
২০০৭ সালের এই দিনে ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে বাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তার স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান ও ব্যক্তিগত গাড়ি চালক কবির মিয়া প্রাণ হারান।
Leave a Reply