সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হাসন রাজার প্রপৌত্র কবি মমিনুল মউজদীন, তার স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে মমিনুল মউজদীন স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, সাবেক শিক্ষক ধূর্জুটি কুমার বসু, মহিলা পরিষদের সাবেক সভাপতি শিলা রায়, সুনামগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু। পরিচালনায় ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী।
পরে কবি কবি মমিনুল মউজদীনের ‘নির্বাচিত কবিতা’ নামের বইয়ের মোড়ক উন্মচন করা হয়।
Leave a Reply