সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৬৮ লাখ ৮১ হাজার গৃহপালিত প্রাণিসম্পদ মারত্মক হুমকির মুখে পড়েছে। কারণ তীব্র গো-খাদ্য সংকট। এছাড়া নানা ধরনের রোগও ছড়িয়ে পড়েছে।
প্রাণীসম্পদ কার্যালয়ের হিসাব অনুযায়ী, জেলায় ৪ লাখ ২৯ হাজার ৫৯৫টি গরু, ১২ হাজার ৯৩৪টি মহিষ, ১ লাখ ৪১ হাজার ২৮৯টি ছাগল, ১ লাখ ১৮ হাজার ৯৯টি ভেড়া, ৩৩ লাখ ৪২ হাজার ৩৯৩টি মোরগ-মুরগী ও ৩২ লাখ ২৩ হাজার ১৫টি হাঁস হুমকির মুখে পড়েছে।
সুনামগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মো আসাদুজ্জামান জানান, দ্বিতীয় দফার ভয়াবহ বানের পানিতে ভেসে মারা গেছে ৪২২টি গরু, ৩৭টি মহিষ, ৬৬৯টি ছাগল, ৯৭ হাজার ৮৩১টি হাঁস ও ২ লাখ ৮৮ হাজার ৫৫টি মোরগ-মুরগী। এতে খামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়া বৃষ্টি ও বন্যার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে গো-খাদ্য। ফলে তীব্র গো-খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৯০০ মেট্রিক টন দানাদার গো-খাদ্য, প্রাথমিক চিকিৎসার ঔষধ ও প্রতিষেধক টিকা সরবরাহের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে খামারিরা ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনার দাবি তুলেছেন।
Leave a Reply