সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের স্ট্রেডিয়াম সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মাছ ধরার কাজে ব্যবহার নিষিদ্ধ ৮ হাজার প্লাস্টিকের গুই আটক করে ধ্বংস করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ফারুক মিয়া নামের এক ইজারাদারের দোকান থেকে আটক করা এসব গুইয়ের দাম আনুমানিক ৫ লাখ টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন সরকার ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার এস আই সোহেল মিয়া।
সুনামগঞ্জ সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস জানান, কেউ মৎস্য নীতিমালা অমান্য করে মৎস্য আহরণের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply