সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদফতর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার সহযোগিতায় এর আয়োজন করা হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা আশুতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুণ অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএমএ সভাপতি ডা আব্দুল হাকিম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার সানাউল্লাহ ভূঁইয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল হক, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু সিদ্দিকুর রহমান ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
সভায় জানানো হয়, আগামী ২২ জুন সারা জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply