সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক নারী সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী সুনামগঞ্জ পৌর এলাকায় মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের কাছে গত একমাস ধরে নিজ হাতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন।
বুধবার গভীর রাতেও তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের অলিগলিতে গিয়ে এসব মানুষের হাতে রান্না করা খাবার ছাড়াও পানি, কয়েল ও মশারি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা দিলোয়ার রহমান মুজিব ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক অরুণ তালুকদার।
পরে শিল্পীরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গান পরিবেশন করেন।
Leave a Reply