সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ব্রেইন টিউমারে আক্রান্ত রুদ্র তালুকদারের চিকিৎসায় মঙ্গলবার ও বুধবারে ৪২ হাজার ১০ টাকা শিশুটির পিতা নিতেশ তালুকদারের ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে জমা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী তাহিরপুরের বাদাঘাট এলাকার মো সেলিম আহমদ মঙ্গলবার সুনামগঞ্জে মোহনা টেলিভিশন কার্যালয়ে এসে রুদ্র তালুকদারের জ্যাঠা নিরঞ্জন তালুকদারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
এছাড়াও জেলা ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ ৫ হাজার টাকা, মধ্যবাজার এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মো সফর উদ্দিন ও সম্পাদক সন্তু রায় নগদ ৩ হাজার ১০ টাকা এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মিন্টুর রঞ্জন ধর ১০ হাজার প্রদান করেন।
সাংবাদিক কুলেন্দু শেখর দাসের মাধ্যমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম নগদ ২ হাজার, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো আনিসুল হক ১ হাজার টাকা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হারুনুর রশিদ চৌধুরী নগদ ১ হাজার টাকা দিয়েছেন।
Leave a Reply