সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃষ্পাাঞ্জলি অর্পণ, শোক মিছিল, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ট্রাফিক পয়েন্টে জেলা যুবলীগের যিুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকট, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম।
Leave a Reply