সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ সংক্রমণ রোধে কাঁচাবাজার, মুদি দোকান ও ফার্মেসি ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে সুনামগঞ্জে ঝটিকা অভিযান চালানো হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখত এবং জেলা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সুশান্ত রায় ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয।
উল্লেখ্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা ব্যবসায়ী সমিতি ১৬ মে পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদি ‘করোনা’ পরিস্থিতির উন্নতি না হয় তাহলে বন্ধের সময়সীমা ঈদুল ফিতর পর্যন্ত গড়াতে পারে।
Leave a Reply