সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজৈনতিক ব্যক্তি, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিজনেস ফর পিচ কমিটির উদ্যোগে শহরের মল্লিকপুরে ইরার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বিজনেস ফর পিচ কমিটির সভাপতি অ্যাডভোকেট মফছির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধূর্জুটি কুমার বসু, ব্যবসায়ী নেতা রওনক আহমদ, আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, লেগুনা মালিক সমিতির নেতা তাজিদুর রহমান, বিএনপি নেতা রেজাউল হক, আয়োজক সংগঠনের সহ সভাপতি মোজাম্মেল হক, পরিবহণ শ্রমিক নেতা আব্দুল মতিন ও অ্যাডভোকেট আবুল হোসেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক কর্মসূচি যাতে ধংসাত্মক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
Leave a Reply