সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু শিক্ষার্থী মুহূর্ত দাসের মৃত্যুর জন্যে দায়ীদের বিচারের দাবিতে ও বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শহরের ষোলঘর এলাকাবাসী শুক্রবার বিকেলে ষোলঘর পয়েন্টে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুহূর্ত দাসের পিতা টিটু রঞ্জন দাস, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ব্যবসায়ী সিরাজুর রহমান ও আব্দুল মতিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলঘর পয়েন্টে ইজিবাইকের ধাক্কায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সচিব টিটু রঞ্জন দাসের ছেলে সৃজন বিদ্যাপীঠের নার্সারি ওয়ানের শিক্ষার্থী মুহূর্ত দাস মারা যায়।
Leave a Reply