সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ সড়কে ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও মেরামত কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই উন্নয়ন কাজ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো ইব্রাহিম মিয়া, প্রকৌশলী মো আনোয়ার হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মনির উদ্দিন মনির, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জাতীয় পার্টি নেতা ফারুক মেনর, সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।
Leave a Reply