সুনামগঞ্জ প্রতিনিধি : ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশী ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ৭ দিনব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
এর আগে শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক জাহেদুল হক, অতিরিক্ত উপ পরিচালক হাবিবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু।
বৃক্ষমেলায় ৩০টি স্টল বসেছে।
Leave a Reply