সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় উপস্তিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক নূরুল আবেদীন, প্রভাষক রজত কান্তি রায় ও সহকারী শিক্ষক রুহুল আমিন। মোনাজাত পরিচালনা করেন, সহকারী শিক্ষক মাওলানা আহমদ আলী আনোয়ার।
Leave a Reply