সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ ৫৬ জনের মধ্যে এক নারী মারা গেছেন।
তার নাম জলি রানী দেব (৩২)। শুক্রবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যা ৭টায় মরদেহ সুনামগঞ্জ শহরের ওয়েজখালিতে তার ভাড়া বাসায় নিয়ে আসা হয়। সেখানে তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন। তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা আশুতোষ দাসের আপন ভাতিজির বিয়ের অনুষ্ঠাতে খাওয়া-দাওয়ার পর বর ও কনে পক্ষের লোকজন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে কনের মা সহ ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply