সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইপিআই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা আশুতোষ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, শিক্ষাবিদ যোগেশ্বর দাস ও ডা আশরাফুল হক। সঞ্চালনায় ছিলেন, সিভিল সার্জন অফিসের টেকনিশিয়ান ফজলুল করিম।
Leave a Reply