সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার শাকিল আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ কুমার সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, বিটিসিএলের সহকারী পরিচালক মোহন চন্দ, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে তথ্য প্রযুক্তির বিকাশের উপর অধিক গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযু্িক্ত কাজে লাগিয়ে গ্রামে বসেই যুবকরা আয় করছে।
Leave a Reply