সুনামগঞ্জ প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সুনামগঞ্জে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের মল্লিকপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ধর্মীয় নেতা আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, নেতানিয়াম হেয়ার ক্র, অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সদর মডেল থানার ওসি-অপারেশন মুর্শেদ আলম।
মতবিনিময় সভায় সকল প্রকার গুজব ও উস্কানি সম্পর্কে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply