সুনামগঞ্জ প্রতিনিধি : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের ষোলঘরে রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার হেদায়েত উল্ল্যাহ ও সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী।
পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, প্রতিটি ধর্মের মানুষের মাঝে মত ও পথের পার্থক্য থাকতে পারে; কিন্তু সবার উপরে মানুষ পরিচয়টাই সত্য হয়ে আছে।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
Leave a Reply