সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
সোমবার মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বিদ্যাদেবীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু শিক্ষার্থীরা উপোস থেকে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন ও বিদ্যালাভের আশায় প্রার্থনা করেন। পরে প্রসাদ বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু শিক্ষা নিকেতন, বালিকা প্রাথমিক বিদ্যালয় ও হোসেন বখত চত্বর সহ বিভিন্ন জায়গায় মণ্ডপ তৈরি করে পূজা-অর্চনা চলছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক জানান, এবার জেলায় ৮ শতাধিক মণ্ডপে সরস্বতী পূজা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ জানান, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply