বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সারাদেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সুনামগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার, ৮ জুন সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কোর্ট পয়েন্টে অবস্থিত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়।
এ সময় বিদ্যুৎ অফিসের গেট দিয়ে অতিরিক্ত মানুষ ভিতরে ঢুকতে গেলে পুলিশ বাঁধা দেয়। এতে হালকা উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণ হয়৷
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডেভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডেভোকেট শেরেনুজ্জামান, নাদের আহমদ, কৃষক দলের আহবায়ক আনিসুল হক ও যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত।
Leave a Reply