সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ২৮ বডার গার্ড বাংলাদেশ-বিজিবির পৃথক অভিযানে ২টি বাংলাদেশী তক্ষক আটক করা হয়েছে।
বুধবার রাতে পেকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১টি তক্ষক আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোগলাবাজার বিওপির সুবেদার মো আবু সাঈদ।
অপরদিকে একই সময় বাঁশতলা দক্ষিণ কলোনি নামক স্থানে এক অভিযানে আরেকটি তক্ষক আটক করা হয়। বাঁশতলা বিওপির নায়েব সুবেদার মো নূরুল আমিন অভিযানে নেতৃত্ব দেন।
বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় তক্ষকগুলো আটক করেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুটি তক্ষকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল মো নাসির উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান ও অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply