সুনামগঞ্জ প্রতিনিধি : এ বছরের ১৪ই জুন থেকে ৮ই অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পে প্রকাশ্যে এসব ধ্বংস করা হয়।
মাদকদব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল মো আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন আর রশিদ।
৪৩ হাজার ২৩১ বোতল মদ ও ১০ হাজার ৯৮০ প্যাকেট নাসির বিড়ি সহ যেসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় সেগুলোর মূল্য ৪ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
Leave a Reply