সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা নারায়নতলা বিওপির নায়েক মো শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও ১টি মটরসাইকেল আটক করেছেন।
শুক্রবার সকালে সীমান্ত মেইন পিলারের গুদিগাঁও নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় এসব মালামাল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল মো নাসির উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে।
Leave a Reply