সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রাম থেকে শাশুড়ি ও দেবরের বিক্রি করা প্রবাসী মায়ের ৭ বছরের কন্যা সন্তান উদ্ধার হয়েছে।
শনিবার বিকেলে সদর মডেল থানার এসআই আল মামুনের নেতৃত্বে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে জামালগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের স্বামী পরিত্যক্তা মিনারা বেগম সৌদি আরবে চলে যান। তার দুই কন্যা সন্তানকে রেখে শাশুড়ি ফুলমালা ও দেবর দুলাল মিয়ার জিম্মায়। এজন্যে তিনি তাদের কাছে প্রতিমাসে ৬ হাজার টাকা করে পাঠাতেন। এরপরও শাশুড়ি ও দেবর মিনারা বেগমের ছোটমেয়ে নাদিয়া বেগমকে ইনাতনগর গ্রামের বকুল বেগমের কাছে গোপনে বিক্রি করে দেন। তবে মিনারা বেগমের নিকট হতে ভরনপোষণের টাকা ঠিকই নিতে থাকেন।
এক পর্যায়ে সন্তান বিক্রির কথা পৌঁছে যায় প্রবাসী মায়ের কাছে। খবরটি পেয়েই তিনি শুক্রবার দেশে ফিরেন। শনিবার সকালে দেখা করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়নার সাথে। পরে ঐদিনই যুব মহিলা লীগ নেতা পুলিশের সহায়তায় শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুল্লাহ জানান, উদ্ধারকৃত শিশুটিকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply