সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর ডাকে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।
বুহস্পতিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক ও নার্সরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিএমএর জেলা শাখার সভাপতি ডা আবদুল হাকিম, সদর হাসপাতালের আরএমও রফিকুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা গৌতম রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডা বিশ্বজিৎ গোলদার, ডা রফি আহমদ, বিএমএর সাধারণ সম্পাদক ডা নূরুল ইসলাম, সদস্য ডা সৈকত দাস প্রমুখ।
Leave a Reply