সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ফজলুল হক আসপিয়া এবং মহাজোট প্রার্থী অ্যাডভোটের পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে জেলা যুব মহিলা লীগ নেতাকর্মীরা গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ফজলুল হক আসপিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে জেলা শহরের পৌরবিপণি, ট্রাফিক পয়েন্টে, মধ্যবাজার, কালিবাড়ি ও পুরাতন বাসস্টেশন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজু ও ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন।
অন্যদিকে দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না ও সদর যুব মহিলা লীগের আহবায়ক চাদঁনী আক্তারের নেতৃত্বে জেলা শহরের ষোলঘর ও হাছননগর সহ পৌরসভার ৯টি ওয়ার্ডে ‘লাঙ্গল মার্কা’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক তানজিদা জেরিন, নাজমা বেগম, আছমিনা বেগম, ময়না বেগম, লিপি বর্মণ, রিমি বিশ্বাস, স্বপ্না বেগম, শান্তা বেগম, রুহেনা বেগম, আছমিনা আক্তার ও রংমালা বিবি।
Leave a Reply