সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগ সরকারের পতনে আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট (৩১ শ্রাবণ) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্বট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এছাড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল বের করে।
উভয় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, সেলিম আহমদ, অ্যাডভোকেট মাসুক আলম, নাদীর আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, আবুল কালাম আজাদ, আ ত ম মিছবাহ, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু।
Leave a Reply