সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। ফলে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে ফিরে এসে সমাবেশে মিলিত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান ও ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
Leave a Reply