সুনামগঞ্জ প্রতিনিধি : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।
সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদূর অগ্রসর হলেই পুলিশ তাতে বাধা দেয়।
ফলে সেখানেই একটি সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান, নাদের আহমদ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
Leave a Reply