সুনামগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালি সেতুর সামনে পুলিশ বাধা দেয়। এ অবস্থায় কালিবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সহ সভাপতি আব্দুল লতিফ জেপি ও অ্যাডভোকেট মল্লিক মঙ্গন উদ্দিন সোহেল।
Leave a Reply