সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।
শুক্রবার দুপুরে পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারের দিকে যেতে চাইলে কামারখালী সেতুর কাছে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অন্যতম নেতা রেজাউল করিম ও অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।
Leave a Reply