সুনামগঞ্জ প্রতিনিধি : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহীম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল, রাস্তা অবরোধ ও সমাবেশ করেছে।
শুক্রবার দুপুরে জেলা বিএনপি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে পুলিশ কালীবাড়ি পয়েন্টে বাঁধা দেয়।
পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দলের জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি নাদের আহমদ ও অ্যাডভোকেট শেরনুর আলী।
বক্তারা বলেন, দিন দিন দেশের সার্বিক অবস্থার অবনতি হচ্ছে।
Leave a Reply