সুনামগঞ্জ প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে আসার পর পুলিশের বাঁধায় সেখানেই সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, রেজাউল হক ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
Leave a Reply